৫২ দিনেই বন্ধ হলো কেরুর আখ মাড়াই
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯
৫২ দিনেই বন্ধ হলো কেরুর আখ মাড়াই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি মৌসুমে ৫২ কর্মদিবসের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিতে আখ মাড়াই।


রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২ টায় আখেরি হুইসেল বাজিয়ে আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়।


এ মৌসুমে কর্ম দিবসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৫৫ দিন। তবে লক্ষ্যমাত্রা পূরণের ৩ দিন আগেই মিল বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।


চিনিকল সূত্র জানায়, এ মৌসুমে মাত্র ৫৫ কর্ম দিবসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৬৫ হাজার হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩০ মেট্রিক টন। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.২০ ভাগ।


এ বছর কেরু চিনিকল জোনে দণ্ডায়মান আখ রয়েছে ৩ হাজার ৮০২ একর জমিতে। এর মধ্যে চিনিকলের নিজস্ব জমিতে আখ রয়েছে ১ হাজার ১৫৩ একর জমিতে। আর ২ হাজার ৬শ ৪৯ একর জমিতে আখ রয়েছে সাধারণ চাষীদের।


এর আগে গেল বছরের ১৫ ডিসেম্বর ৬১ কোটি ৭ লাখ টাকা লোকসান মাথায় নিয়ে আখ মাড়াই মৌসুম শুরু করে কেরু এন্ড কোম্পানি। তবে এবারের মূল লক্ষ্য লোকসান চিনিতে লোকসান কমিয়ে আনা।


সবকিছু ঠিকঠাক চললে মোটা অঙ্কের লোকসান কমিয়ে আনবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এমনটিই প্রত্যাশা মিল কর্তৃপক্ষের। কিন্তু মিল জোন এলাকায় আখ চাষ ক্রমাগত কমতে থাকায় সংকটে পড়েছে দেশের ঐতিহ্যবাহী এই চিনিকলটি।


চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসলেও সরকারিভাবে চিনির মূল্যবৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কারখানাটি। কর্তৃপক্ষ বলছে চিনির বাজার মূল্য এমন থাকলে লোকসান কাটানো সম্ভব হবে।


উল্লেখ্য, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারি, জৈব সার কারখানা ও ওষুধ কারখানার সমন্বয়ে গঠিত।


বিবার্তা/আসিম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com