বাড়তি প্রণোদনায় চাঙা রেমিট্যান্স
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৭
বাড়তি প্রণোদনায় চাঙা রেমিট্যান্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী সংস্থার বেঁধে দেয়া দাম অনুযায়ী ( বাড়তি প্রণোদনায়) মার্কিন ডলারের দাম বেশি পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে বৈধ পথে তাদের অর্থ পাঠানোর হার বেড়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।


কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি নভেম্বরের ৬ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার। ২০২২ সালের ওই মাসের একই সময়ে যা এসেছিল ৩৪ কোটি ৩০ লাখ ডলার। ফলে চলমান বছরের ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৫ শতাংশ।


গেলো অক্টোবরে প্রায় ২ বিলিয়ন ডলারের (১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা কমপক্ষে ২১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি। গত ৪ মাসের মধ্যে যা সর্বোচ্চ। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় তা ৩০ শতাংশ বেশি।


অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে বেশি দরে ডলার কিনছে বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রবাসী আয়ে আড়াই শতাংশ প্রণোদনা দেয় সরকার। এর সঙ্গে আরও ২ দশমিক ৫ শতাংশ বেশি দামে ডলার কিনছে ব্যাংক। ফলে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠালে মোট ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। তাতে রেমিট্যান্স প্রবাহ চাঙা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন প্রতি ডলারের বিপরীতে প্রায় ১১৬ টাকা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যেখানে আগে পেতেন সর্বোচ্চ ১১১ টাকা। ফলে প্রবাসী আয়ে প্রবাহ ঊর্ধ্বমুখী হয়েছে।


ইতোমধ্যে চাউর হয়েছে, রেমিট্যান্সে ডলারের দাম এক লাফে ব্যাপক বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরের চেয়ে ১২ থেকে ১৪ টাকা বেশি মূল্যে মার্কিন মুদ্রাটি কিনছে বাণিজ্যিক ব্যাংকগুলো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশে ডলার সংকট আরও তীব্র হয়ে উঠেছে। ফলে মুদ্রাটি কিনতে মরিয়া হয়ে উঠেছে ব্যাংকগুলো।


দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী সংস্থার বেঁধে দেয়া দাম অনুযায়ী, রপ্তানি বা প্রবাসী আয়ের প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কেনা যাবে। তবে তা ১২২ থেকে ১২৪ টাকায় কিনছে বাণিজ্যিক ব্যাংকগুলো। খোলাবাজারের (কার্ব মার্কেট) চেয়েও ডলারপ্রতি বেশি দাম দিচ্ছে তারা। খুচরা বাজারে ১ ডলার লেনদেন হচ্ছে ১২০ থেকে ১২১ টাকায়। তবে গ্রাহকরা জানিয়েছে, মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com