পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর আমদানি রফতানি বন্ধ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১১:১০
পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর আমদানি রফতানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (২৯ জুলাই) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে।


শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।


তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে আজ ২৯ জুলাই শনিবার হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আমরা ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে পত্রের মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছি। পত্রে উল্লিখিত বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


তিনি আরও জানান রবিবার (৩০ জুলাই) থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।


হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, পবিত্র আশুরা উপলক্ষে ১ দিন বন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী ৩০ জুলাই রবিবার থেকে বন্দরের আমদানি রফতানিসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চলবে।


এদিকে হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ওসি শেখ আশরাফুল জানান, পবিত্র আশুরা উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com