শনিবারেও খোলা থাকছে ডিএসসিসির রাজস্ব বিভাগ
প্রকাশ : ০৫ মে ২০২৩, ২২:৪৯
শনিবারেও খোলা থাকছে ডিএসসিসির রাজস্ব বিভাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এখন থেকে জুন মাস পর্যন্ত শনিবারেও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগ। রাজস্ব আদায়ের স্বার্থে নগর ভবনের রাজস্ব বিভাগের সব দপ্তরসহ আঞ্চলিক কার্যালয় পর্যায়েও সব দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।  


শুক্রবার (৫ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ বিষয়ে একটি দপ্তর আদেশে বিষয়টি কার্যকর করার নির্দেশনা দিয়েছেন।


সচিব আমরামুজ্জামান জানান, করদাতাদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়া ও সালামি, বিজ্ঞাপন কর ইত্যাদি পরিশোধের সুবিধার্থেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


তিনি আরও জানান, চলতি মে মাস থেকে আগামী ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যবর্তী সব শনিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের রাজস্ব বিভাগের সব দপ্তরসহ আঞ্চলিক কার্যালয় পর্যায়ে রাজস্ব বিভাগের সব দপ্তর খোলা থাকবে।


জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/বিদ্যুৎ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com