মস্কো হয়ে কলকাতায় যাচ্ছে ঢাকার ‘মাস্তুল’
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৪:৩৯
মস্কো হয়ে কলকাতায় যাচ্ছে ঢাকার ‘মাস্তুল’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রিত হয়েছে ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। উৎসব কর্তৃপক্ষ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে অনুষ্ঠিত হবে এ উৎসব।


এটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (এফএফএসআই)। আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।


চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।


‘মাস্তুল’ এর আগে রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়েছে। আসছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি নির্বাচিত হয়েছে।


দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, “স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।’’


ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com