একসাথে দেখা মিলল তাহসান-মিথিলার
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২০:৪৬
একসাথে দেখা মিলল তাহসান-মিথিলার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শোবিজ অঙ্গনে দুই জনপ্রিয় মুখ তাহসান-মিথিলা। ভক্তদের কাছে তারা ছিলেন একটি আবেগের নাম। তবে দুজনের বিচ্ছেদ বুক ভেঙে দিয়েছিল তাদের। নতুন খবর হলো ফের এক হচ্ছেন তাহসান মিথিলা।


তবে বাস্তব জীবনে এক হচ্ছেন না তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। একটি ওয়েব সিরিজে এক সঙ্গে দেখা যাবে তাদের। ‘বাজি’ নামের সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।


সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্যরকম ছবি। যেখানে দেখা যায়, একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না।


ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’ আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন।


সোমবার (৩ জুন) চরকি নিশ্চিত করে যে, পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।


তাহসান-মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।


চরকি জানিয়েছে, শিগগিরই প্রচারে আসছে সাসপেন্স ড্রামা ঘরানার এই অরিজিনাল সিরিজ।


প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি। মাঝে একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। এবার বাঁধা পড়ছেন এক ফ্রেমে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com