
অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি।
২ জুন, রবিবার নায়িকা নিজেই তার ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন। ভিডিওতে তিনি জুয়ার ওয়েবসাইটটি ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান।
প্রায় দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, বাংলাদেশ-ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরী। এরপর তাকে বলতে শোনা যায়, একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে বিভিন্ন উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।
জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিন।
পরী অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইটটি ঘুরে দেখা গেছে, সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]