
বলিউড সুপারস্টার সালমান খানের পেছনে যেন অশনি সংকেত ভর করেছে। মাসখানেক আগেই সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে এসে ভোর রাতে গুলি চালিয়ে যায় দুই ব্যক্তি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বাই পুলিশ প্রকাশ্যে আনলো চমকে দেয়ার মতো এক তথ্য! তাকে হত্যার জন্য দুর্বৃত্তরা ভয়াবহ পরিকল্পনা করেছিল। এবার বেরিয়ে এলো হত্যা পরিকল্পনা নিয়ে ভয়াবহ তথ্য।
বলিউড ভাইজানের ওপর আবারও হামলার পরিকল্পনা করা হয়। এর আগে অভিনেতার ঘরের জানালা বরাবর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা বিষ্ণোই গ্যাং এর সদস্য বলে জানা গেছে।
মুম্বাই পুলিশের পক্ষে থেকে জানানো হয়, আগের ছক বানচাল হওয়ার পর লরেন্স বিষ্ণোইয়ের দল নতুন প্ল্যান করেছে সালমানকে তারই পানভেল ফার্ম হাউজে খুন করার জন্য।
ভারতীয় গণমাধ্যম এএনআই এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল।
ভারতীয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বলছে, তারা সালমানের বাড়ির সামনে গুলি চালানোর কেসের ডিটেল হাতে পেয়েছে। সেখান থেকেই তারা দেখতে পেয়েছেন একটি এফআইআরের কপি, যেখানে দাবি করা হয়েছে লরেন্স বিষ্ণোই, আমেরিকায় থাকা তার ভাই আনমোল বিষ্ণোই এবং গোল্ডি ব্রার একে৪৭, এম১৬, একে৯২ ইত্যাদি কিনেছিল একজন পাকিস্তানি অস্ত্র সাপ্লায়ারের কাছ থেকে। সেগুলো দিয়েই সালমানকে হত্যার পরিকল্পনা ছিল তাদের।
পুলিশের পক্ষ থেকে এদিন আরও জানানো হয়েছে, এ অস্ত্র দিয়ে তারা সালমানের গাড়ি উড়িয়ে দিতে চেয়েছিল বা তার ফার্ম হাউজ তছনছ করতে চেয়েছিল। কিন্তু তারপরও বাড়ির বাইরে গিয়ে গুলি করার মতো দ্বিতীয় প্ল্যান তারা কেন বানাল সেটা নিয়েই এখন ধোঁয়াশায় পুলিশ।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার কাছ থেকে একে-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল। ওই গ্যাংয়ের সকল সদস্য সালমান খানের ওপর নজর রাখছিল। এই নায়কের ওপর হামলা চালাতে নাবালকদের ব্যবহার করার পরিকল্পনাও ছিল তাদের। হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের।
এর আগে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তাদের একজন ওই একই গ্যাংয়ের সদস্য ছিল। মূলত সালমান খানকে প্রাণনাশের উদ্দেশ্যই ছিল ওই গ্যাংয়ের।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]