বিয়ে হয়নি, নেশা করিয়ে ভাইরাল ছবি তুলেছে নোবেল: আরশি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫০
বিয়ে হয়নি, নেশা করিয়ে ভাইরাল ছবি তুলেছে নোবেল: আরশি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যারিয়ারে কাজের থেকে সবসময় ব্যক্তিজীবন ও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে জায়গা করে নিয়েছেন সারেগামাপা খ্যাত গায়ক মইনুল আহসান নোবেল। তার নাম যেন এখন বিতর্ক নামক মুদ্রার অপর পিঠ। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি। জানান, ফারজান আরশিকে বিয়ে করেছেন।


গায়কের বিয়ের খবর প্রকাশ্যে আসলেও তখন এ ব্যাপারে মন্তব্য পাওয়া যায়নি ফারজান আরশির। তবে পরে এ ব্যাপারে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি অস্বীকার করেছেন তিনি। যদিও পরবর্তীতে স্ট্যাটাসটি মুছে ফেলেছেন ফারজান আরশি।


ফারজান আরশি স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে তাকে জোর করে মাদক সেবন করানোর অভিযোগ এনেছেন। বলেন, নোবেল জোর করে নেশা করিয়ে ছবিগুলো তুলে, যা এখন ভাইরাল। নোবেলের সঙ্গে কোনো ধরনের বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। এ ব্যাপারে রাজধানীর ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান ফারজান আরশি।


বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ভ্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই।’


‘আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অনঅন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোড় করে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’


তিনি বলেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথামত ভয়ে পুলিশকেও মিথ্যা বলি, তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’



এরপরই ফারজান আরশি লেখেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলা তুলেছে। নোবেলের সঙ্গে আমার কোনো প্রকার বিয়ে হয়নি এবং কোন সম্পর্কও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’


সবশেষ তিনি লেখেন, ‘আমি এবং আমার পরিবার খুব ভয়ভীতির মধ্যে আছি। আমি কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছি। আমি একটি মেয়ে। আমি আমার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’


এদিকে জিডির ব্যাপারে ঢাকা মহানগর ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাশের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, কয়েকদিন আগে ফারজান আরশির বাবা থানায় এসে মৌখিকভাবে আমাদের জানান যে, তার মেয়েকে জোর করে তুলে নিয়েছেন গায়ক নোবেল। কিন্তু তিনি লিখিত কোনো অভিযোগ করেননি।


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এরপর ফারজানা আরশি জানান, তার বয়স ২২। তাকে জোর করে তুলে আনেননি নোবেল। স্বেচ্ছায় এসেছেন তিনি। কিন্তু এ ব্যাপারে কোনো পক্ষই আমাদের কাছে লিখিত কিছু জানায়নি।


এরপর ফারজান আরশির ফেসবুকের দীর্ঘ স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে আনিত অভিযোগের সূত্র ধরে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com