ডিভোর্স লেটার হাতে পেয়ে রাজ বললেন ‘আলহামদুলিল্লাহ’
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৯
ডিভোর্স লেটার হাতে পেয়ে রাজ বললেন ‘আলহামদুলিল্লাহ’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি এবং শরীফুল রাজ। এখন আর স্বামী স্ত্রীর সম্পর্কে নেই তারা। পরীর পক্ষ থেকে বিচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে চিত্রনায়ক স্বামী শরিফুল রাজকে। ডিভোর্স লেটার হাতেও পেয়ে গেছেন তিনি। এখন আইনত রাজ পরীর সংসার ভাঙ্গা কেবল সময় আনুষ্ঠানিকতার ব্যাপার।


পরীমণি তার ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তালাকনামা প্রসঙ্গে। যেখানে রাজের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। তবে রাজ পরীমণির কোনো বক্তব্য নিয়ে মুখ খোলেননি শরীফুল রাজ। তবে রাজ পরীমণির কোনো বক্তব্য নিয়ে মুখ খোলেননি শরীফুল রাজ।


২২ সেপ্টেম্বর, শুক্রবার তিনি এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।


শরীফুল রাজ জানিয়েছেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি (ডিভোর্স লেটার) হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ! তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। পরীমণি যা যা বলেছে, একদমই ঠিক। পুরোপুরি সত্য। সবকিছু আমি মেনে নিয়েছি। দুই দিন ধরে আমার ফোনে অসংখ্য কল এসেছে। ঘুম থেকে উঠে একজনকে বলেছিলাম শুধু, মাত্র ঘুম থেকে উঠেছি। কিছুই জানি না। তারপর দেখলাম এটি নিয়ে সবাই সংবাদ প্রকাশ করেছে। আমি আসলে গত এক–দেড় মাস সোশ্যাল মিডিয়ায় নেই। তাই এ ব্যাপারে খুব একটা জানি না।


শরীফুল রাজ জানান, নোটিশ তিনি গ্রহণ করেছেন। আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যা হওয়ার হবে বলেও মন্তব্য করেছেন। এই সময়ের মধ্যে যা হবে, তা-ই তিনি মেনে নেবেন। তিনি পরীর সিদ্ধান্তের সঙ্গে থাকতে চান।


তাদের পারিবারিক সমস্যা নিয়ে রাজ বলেন, তার (পরীমণির) সিদ্ধান্তকে আমি সম্মান করছি। আমাদের তো আসলে দীর্ঘ দিন ধরেই সমস্যা হচ্ছিল। আজ হোক বা কাল, সম্পর্কটা হয়তো টিকত না। বিয়ের কিছুদিন পরই আমাদের মধ্যে সমস্যা শুরু হয়। আমার মনে হয়, দুজনেরই বোঝাপড়ার বিরাট সমস্যা রয়েছে। আমরা দুজনই এটা বুঝতে পেরেছি- সেটা ভালো হয়েছে। এখন পরী যে পদক্ষেপটা নিয়েছে, সেটার সঙ্গে আমি আন্তরিকভাবে সহমত প্রকাশ করছি।


প্রসঙ্গত ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। এর এক বছর পরই আলাদা হয়ে গেল এই দম্পতি।


বিবার্তা/পুলক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com