
যাদবপুরে লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট হবে আগামী ১ জুন। এর আগে পুরোদমে প্রচার সারছেন সব দলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মে) যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রচার চলছিল সকাল থেকে। গাড়ির কাছে এসে প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন এলাকার মানুষজন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়নী।
বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। রোদের মধ্যেই হুড খোলা গাড়িতে চলছিল প্রচার। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। হঠাৎ সায়নী অসুস্থ বোধ করলে গাড়ি থামানো হয়। তারপর বেশ কিছুক্ষণ গাড়ি থেকে নেমে বিশ্রাম নেন তিনি। হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়ি করে কিছুক্ষণ প্রচার করেন তিনি। তারপরই হঠাৎ প্রচার বন্ধ করে ফিরে যান সায়নী।
জানা গেছে, শওকত মোল্লাও এদিন অসুস্থ হয়ে পড়েন। তিনিও প্রচার ছেড়ে চলে যান।
স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, প্রবল গরমেই মূলত তারা অসুস্থ হয়ে পড়েন। পশ্চিমবঙ্গে কয়েকদিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা নামলেও আবার গরম বাড়তে শুরু করেছে। পারদ চড়ছে তাপমাত্রার। ফলে অস্বস্তিও বাড়তে শুরু করেছে।
এর আগে, সন্দেশখালির বিজেপি প্রার্থীও গরমের মধ্য়ে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]