আকাশছোঁয়া দামে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট, নিমেষেই বিক্রি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭
আকাশছোঁয়া দামে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট, নিমেষেই বিক্রি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। ছবিটি মুক্তির আগেই ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা বিরাজ করছে। সেই ছাপ পড়েছে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বিক্রিতেও।


আজ ১ সেপ্টেম্বর ( শুক্রবার) থেকে ভারতে শুরু হয়েছে সিনেমাটির প্রি-বুকিং। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে টিকিট। দিল্লি, মুম্বাই, কলকাতা সব জায়গাতেই বইছে ‘জওয়ান’ ঝড়।


ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৩০০ টাকা এবং দিল্লিতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৪০০ টাকা। কলকাতায় জওয়ানের টিকিট মানি স্কোয়ারে টিকিটের দাম শুক্রবার সর্বাধিক ৭৫০ টাকা। তুলনায় সিটি সেন্টার ২-তে টিকিট মিলবে ৩৫০ টাকার মধ্যে। সাউথ সিটিতে রাতের শো-র টিকিটের দাম ১৭০০ টাকার কাছাকাছি। কোয়েস্টে ১১৭০ টাকা।


একাধিক ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সূত্রে জানা গেছে, ‘জওয়ান’ সিনেমার হাত ধরে শাহরুখ খান ইতিহাস গড়তে যাচ্ছেন। ভারতের জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ ‘বুক মাই শো’-এর মাধ্যমে মাত্র ১ ঘণ্টাতেই ২০ হাজার ২৬০টির মতো টিকিট বিক্রি হয়েছে। সবার মতে চলতি বছরে ‘পাঠান’ সিনেমার পর প্রথম দিনেই শাহরুখ খানের দ্বিতীয় ১০০ কোটির সিনেমা হতে যাচ্ছে ‘জওয়ান’।


অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, ভারতের জাতীয় স্তরের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত আয় করছে সিনেমাটি। ‘পিভিআর’, ‘আইনক্স’, ‘সিনেপলিস’-এ অ্যাডভান্স বুকিং শুরুর প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যে ৪১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।


বৃহস্পতিবার সামনে আসা ‘জওয়ান’র ট্রেলারে কয়েকটি রূপে দেখা গেছে শাহরুখকে। অ্যাকশন থেকে রোমান্স, কিং খানের সব অবতারেরই দেখা পাবেন দর্শক।


আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি হবে শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জওয়ান। এতে আরো অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং প্রিয়মণি। দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে ক্যামিও চরিত্রে। এটি পরিচালনা করেছেন দক্ষিণের ‘হিটমেকার’খ্যাত পরিচালক অ্যাটলি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com