বিতর্কিত টুইট, নাকি হ্যাকিংয়ের শিকার গোবিন্দ?
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১১:১৭
বিতর্কিত টুইট, নাকি হ্যাকিংয়ের শিকার গোবিন্দ?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিতর্কিত টুইট করে বিপাকে পড়লেন অভিনেতা গোবিন্দ। সম্প্রতি, উত্তর ভারতের একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। এমতাবস্থায় নিজের টুইটার অ্যাকাউন্টে ধর্মীয় হিংসাকে কেন্দ্র করে তাঁর একটি টুইট অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে।


টুইটের প্রেক্ষিতে সমাজমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা। অনুরাগীদের মধ্যে অনেকেই দাবি করেন, অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই প্রসঙ্গে বুধবার পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি গোবিন্দ।


কিন্তু বৃহস্পতিবার অভিনেতা অনুরাগীদের আশঙ্কাতেই সিলমোহর দিলেন। অভিনেতা সমাজমাধ্যমে জানিয়েছেন যে তাঁর টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তার ফলেই এই বিপত্তি ঘটেছে।


ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে গোবিন্দ লেখেন, ‘‘একটু আগে খবরটা পেলাম। আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তাই হরিয়ানার ঘটনাকে কেন্দ্র করে কোনও টুইটে আমার নাম জড়াবেন না।’’



ভিডিয়োতে তিনি বলেন, ‘‘এই টুইটের সঙ্গে আমার নাম জড়াবেন না। কারণ টুইটটা আমি পোস্ট করিনি। পুলিশের সাইবার সেলে আমি অভিযোগ করেছি। দেখছি কী করা যায়।’’


আপাতত বিতর্ক থেকে দূরে থাকতে নিজের টুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন গোবিন্দ।


অনুরাগীদের জন্য তাঁর বার্তা, ‘‘আপনারা জানেন আমি এ রকম কোনও পোস্ট করিনি। আমার টিমের সদস্যরাও এ রকম কিছু করেনি বলে জানিয়েছে। তা ছাড়া আমি তো দীর্ঘ দিন টুইটার ব্যবহার করি না।’’ তা হলে এ রকম কাণ্ড ঘটল কেন? ওই ভিডিয়োতে এরও জবাব দিয়েছেন ‘হিরো নম্বর ওয়ান’। তাঁর অনুমান, ‘‘সামনে নির্বাচন আসছে। আমার মনে হয় কেউ হয়তো ভেবেছেন আমি কোনও দলের হয়ে নির্বাচনে লড়ব। তাই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন।’’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com