সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ২০:৩৫
সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত মাসেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’। নির্মাতা সূত্রে জানানো হয়েছিল, ঈদের পর মুক্তি দেওয়া হবে ছবিটি। কথা অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ময়ূরাক্ষী’। এমনটাই আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ।


শোনা যাচ্ছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ময়ূরাক্ষী’। পরে নির্মাতা জানান, এটি মূলত একটি প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।


এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।


চিত্রনায়িকা ববি বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা সত্যি জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি। নিজেকে চরিত্রের মাঝে ধরে রাখতে ওই সময়টাতে অন্য কোনো কাজ করিনি। নিজেকে নতুন লুকে হাজির করেছি। আশা করি, দর্শক নতুন এক ববিকেই দেখতে পাবেন এই সিনেমায়।


সেপ্টেম্বরের কত তারিখে মুক্তি পাবে ছবিটি, জানা যাবে আগামী রবিবার (১৬ জুলাই)। এদিন সিনেমাটির থিম পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ঘোষণা করা হবে সিনেমাটির মুক্তির তারিখ।


প্রসঙ্গত, ‘ময়ূরাক্ষী’-তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজনায় রয়েছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com