প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘প্রিয়তমা’
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১৬:১৯
প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘প্রিয়তমা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদে সারাদেশে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’।


সিনেমাগুলো মুক্তির প্রথম দিন থেকে ঈদের তৃতীয় দিন দুপুর পর্যন্ত একের পর এক হাউজফুল শো দেখছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। এবার নতুন এক রেকর্ড গড়েছে ছবিটি। দেশের হলে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন প্রিয়তমার ঝুলিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক হিমেল আশরাফ।


২ জুলাই, রবিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেন, ‘ইতিহাস! সমসাময়িক সময়ে বাংলা সিনেমার হাইয়েস্ট ওয়ান ডে কালেকশনের রেকর্ড গতকাল থেকে প্রিয়তমা’র। এর আগে এই রেকর্ড ছিল শিকারির দখলে। আমি সব সময়ই বলতাম সিনেমা হিট করতে হলে মহিলা ও মধ্যবিত্ত দর্শকদের হলে আনতে হবে। যেভাবে মহিলা দর্শক হলে আসতেছেন তাতে এই ইতিহাস আরো অনেক বার নতুন করে লেখা হবে হয়ত।’


তিনি আরও জানিয়েছেন ‘সারাদেশে প্রতিদিন প্রিয়তমার ৪৫০টিরও বেশি শো চলছে। গতকাল প্রায় ৩৫০টি শো হাউজফুল গেছে। এর বাইরে যে পরিমাণ মানুষ ঢাকার বাইরের সিনেমা হলে দাঁড়িয়ে, টুলে বসে সিনেমাটি দেখছেন, তার হিসাব নেই। এটি সাধারণ মানুষের সিনেমা।’


মুক্তির পরপরই দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পায় ‘প্রিয়তমা’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত, লুৎফর রহমান জর্জ।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com