ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক মারা গেছেন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮
ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক মারা গেছেন
বিনোদর ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিংবদন্তি ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক আর নেই। গতকাল গায়কের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, ‘তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’


এর আগে গত মঙ্গলবার হঠাৎ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সংক্রামিত হওয়ার পরে বেকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইতিহাসের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন জেফ বেক। ষাটের দশকে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি। যা ছড়িয়ে পড়ে পরের কয়েক দশকে। রোলিং স্টোন সাময়িকী সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় জেফ বেকের নাম ছিল পাঁচ নম্বরে।


১৯৪৪ সালের ২৪ জুন লন্ডনে জন্ম হয় জেফ বেকের। ছয় বছর বয়সে রেডিওতে ইলেকট্রিক গিটারের বাজনা শুনে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেখান থেকে স্বপ্ন দেখা শুরু।


২০১৬ সালে প্রকাশ পায় তার সর্বশেষ একক অ্যালবাম ‘লাউড হেইলার’। গত বছর আসে জনি ডেপের সঙ্গে যৌথ অ্যালবাম ‘১৮’। দীর্ঘ ক্যারিয়ারে আটবার গ্র্যামি জিতেছেন জেফ বেক। পৃথিবীর সব মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ‘গিটারিস্টদের গিটারিস্ট’।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com