
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন মোজাম্মেল হোসেন আবির।
মঙ্গলবার (৮ জুলাই) কুবি শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
জানা যায়, নতুন কমিটির সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মোজাম্মেল হোসেন আবির ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মধ্যে নব্য সভাপতি মাজহারুল ইসলাম সদ্য সাবেক কমিটির সেক্রেটারি ছিলেন। নব্য কমিটি ইসলামী ছাত্রশিবিরের কুবি শাখার ২০২৫ সেশনের (ষান্মাসিক) সেটআপ।
এবিষয়ে কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির বলেন, 'ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে দায়িত্ব চেয়ে নিতে পারে না, আবার দায়িত্ব দিলে তা থেকে দূরেও থাকা যায়। নেতৃত্ব এখানে একটি আমানত। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী, সুধী সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের কাজকে সহজ করে দিন।'
নবনির্বাচিত সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, 'আমাদের প্রোগ্রামগুলো যেভাবে পরিচালিত হয়, আমি সেভাবে প্রোগ্রামগুলো পরিচালনা করব। আমাদের আগের সভাপতি যেভাবে কাজগুলো পরিচালনা করার চেষ্টা করব।'
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, 'আমাদের নেতৃবৃন্দের পরামর্শে খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]