ঢাবিতে ৫ম আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৩:১২
ঢাবিতে ৫ম আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ম আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আয়োজিত “৫ম আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।


এ আয়োজনের সহযোগী সংস্থা হিসেবে কাজ করে ঢাকাস্থ জাপান দূতাবাস এবং জাপান ফাউন্ডেশন নিউ দিল্লী অফিস।


দুই ক্যাটাগরিতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন প্রতিযোগী এতে অংশ গ্রহণ করেন।


​অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ের ওপর জাপানি ভাষায় তাদের বক্তৃতা উপস্থাপন করেন।


বিগিনার ক্যাটাগরিতে মো. হাসান প্রশংসা, আফুল্লাহ হাওলাদার এবং সুজাদা তাবাসসুম নুরহালিজা যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন।


অন্যদিকে জেনারেল ক্যাটাগরিতে মো. সাব্বির হোসাইন, সুমাইয়া আক্তার সুমি এবং সাদিয়া তানজিন প্রিয়া যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন।


প্রতিযোগিতায় বিচারক ছিলেন জাপান ফাউন্ডেশনের তাকেমোতো কিয়োকো, জাপান দূতাবাসের ইয়ামামোতো কিওহেই এবং ঢাকা জাপানিজ স্কুলের ইকেয়ামা কোওশিরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেট্রো ঢাকা অফিসের প্রধান আন্দো ইয়ুজি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।


প্রধান অতিথি, জাপান দূতাবাস ও জাপান ফাউন্ডেশন থেকে আগত কর্তকর্তাসহ সকলে আভাই-র এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই বক্তৃতা প্রতিযোগিতা চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন।


প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com