
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ১০কি.মি. ম্যারাথনে দৌড়ালেন ৬০০ দৌড়বিদ। "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স" আয়োজিত এ ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এটি শুরু হয়।
এতে প্রথম স্থান অর্জন করেন খুলনার পারভেজ পলাশ। তিনি ৩৮ মিনিট সময় নিয়ে ১০ কি.মি দৌড় শেষ করে। নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের মভি সূত্র ধর।
এছাড়া প্রত্যেক নির্ধারিত ২ ঘণ্টার মধ্যে দৌড় সম্পন্ন করেছে। তাই আমরা বলতে পারি আমাদের আয়োজন সফল হয়েছে।
দৌড় শেষে ৩ টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম এবং সহকারী পরিচালক হাবিবুর রহমান জালাল। তারা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্যাটাগোরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে নগদ অর্থ ও ক্রেস্ট এবং ভেটেরান ক্যাটাগরিতে (৫০ উর্ধ বয়স) ক্যাটাগরিতে ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গাছ রক্ষা করি বন্যপ্রাণী সংরক্ষণ করি প্রতিপাদ্যে আমাদের এ আয়োজন সফল হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানকার পাহাড়ে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ ও বহুধরনের বন্যপ্রাণী। কিন্তু প্রতিনিয়ত নির্বিচারে গাছ কাটা ও পাহাড় ধ্বংসের ফলে অনেক বন্যপ্রাণী এখন বিলুপ্ত প্রায়। ক্যাম্পাসের বিরল প্রজাতির মায়া এখন আর দেখা যায় না।এরকম বহু প্রাণীর অস্ত্বিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এই ১০ কি.মি দৌড় আয়োজনের মাধ্যমে আমরা পরিবেশের প্রতি সচেতনতা এভং এইসব বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।
পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তারা।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]