
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের নিচতলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তারা কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান, আল হোসাইনসহ সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি সমাজসেবামূলক কার্যক্রমের জন্য। আশা করি আগামীতেও বিশ্ববিদ্যালয়সহ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তারা কাজ করে যাবে।
কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের এমন একটি মহৎ কাজের মধ্যে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির জন্য এমন নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয়নি, বরঞ্চ নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল। জুলাইয়ের ছাত্রজনতার বিপ্লব দেশের নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রগতি কতখানি তা বরাবরের মতোই প্রশ্ন থেকে যায়! সরকারের উচিত ছিল অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু এই কাজে সরকার বরাবরের মতোই ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যতটুকু সম্ভব তা নিয়ে আপনাদের দরজায় হাজির হয়েছি। এটা বরাবরের মতোই ক্ষুদ্র উপহার। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করব অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে থাকার জন্য।
উল্লেখ্য, ইতোপূর্বে সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই বার শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিবার্তা/নবী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]