
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে ঢাকা অভিমুখী নিয়মিত বাস সেবা চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, ঢাকা দেশের রাজধানী হওয়ায়, চাকরির আবেদন, পরীক্ষা, সেমিনার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ কাজে একটি কেন্দ্রবিন্দু। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস সেবা না থাকায় শিক্ষার্থীরা সময়মতো এসব কার্যক্রমে অংশ নিতে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে নানা সমস্যার সম্মুখীন হয়।
এতে আরো বলা হয়, ঢাকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ, এবং গবেষণা উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। একইসঙ্গে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
এবিষয়ে লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ঢাকা -কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করা। এতে করে চাকরি প্রার্থী থেকে শুরু করে সকল সাধারণ শিক্ষার্থীদের রাজধানীর সাথে সংযোগ বৃদ্ধি পাবে। এছাড়াও যেকোনো প্রয়োজনীয় জিনিসের জন্যে ঢাকাগামী হওয়া প্রয়োজন হয় অনেক সময়।
একই বর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমাদের যারা সিনিয়র আছেন, প্রায় প্রতি সপ্তাহেই উনাদের একটা চাকরির পরীক্ষা থাকে ঢাকাতে। কুবি রাজধানীর খুব বেশি দূরে না। প্রশাসনের স্বদিচ্ছা থাকলেই ঢাকাগামী বাস দেয়া সহজ একটা বিষয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই নজির আছে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমরা অনুমোদনের জন্য চেষ্টা করছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই উদাহরণ আছে, আমরা সেটি দেখাতে পারব। সরকার যদি অনুমোদন দেয় তাহলেই হয়ে যাবে।'
বিবার্তা/প্রসেনজিত/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]