চবিতে মাদকের বড় চালানসহ সিনিয়র-জুনিয়র ৩ শিক্ষার্থী আটক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৪২
চবিতে মাদকের বড় চালানসহ সিনিয়র-জুনিয়র ৩ শিক্ষার্থী আটক
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকের বড় ধরনের চালান ও দেশীয় মদসহ সিনিয়র জুনিয়র তিন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে আটটায় তাদেরকে আটক করা পুরাতন কলা ভবনের ক্যান্টিন থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুর মোহাম্মদ ইমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান ও সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন। প্রক্টরিয়াল বডি জানায় রিমন আটক হওয়ার আগেই দেয়াল টপকে পালিয়ে যায়।


এসময় তাদের কাছ থেকে ১ লিটারের মতো দেশীয় মদ এবং গাঁজার বড় ধরনের চালান উদ্ধার করা হয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, রাত সাড়ে আটটার দিকে প্রক্টরিয়াল বডির নিয়মিত টহলের সময় বিদ্যালয়ের পুরাতন কলাভবনের ক্যান্টিন থেকে দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্টরিয়াল বডির এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসময় তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। তাদের কাছ থেকে প্রায় ১লিটারের মতো বাংলা মদ এবং গাঁজার বড় ধরনের চালান জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে তিনজন শিক্ষার্থী ছিল। আরেকজন শিক্ষার্থী ধরার আগেই পালিয়ে যায়। আর দু'জনকে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসি।


তিনি আরও বলেন, এটা স্বাভাবিক কোনো সেবন নয় বরং গাঁজার বড় ধরনের চালান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করার এসব উপকরণের ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। সে পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের এই অভিযান ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com