চবি মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি, থাকবে দিনব্যাপী আয়োজন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০১
চবি মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি, থাকবে দিনব্যাপী আয়োজন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের প্রথম মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট হিসেবে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট। আগামী ১১ জানুয়ারি ইনস্টিটিউটের প্রায় আড়াই হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ইনস্টিটিউটের পরিচালক ও সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।


এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, ড. মো. শফিকুল ইসলাম, ড. এসএম শরীফুজ্জামান, ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, প্রভাষক নাবিলা নুসরাত, মিঠু রঞ্জন সরকার ও নায়না ইসলাম।


ড. শেখ আফতাব উদ্দিন বলেন, ১৯৭১ সালে কেনেডিয়ান সরকারের কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় "মেরিন বায়োলজি বিভাগ" হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৩ সালে 'ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস" নামে রুপান্তরিত হয়। বর্তমানে প্রতি বছর প্রায় অর্ধশত শিক্ষার্থী এ ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে। অধিকন্তু, এমফিল ও পিএইচ-ডি ডিগ্রী প্রদান করা হচ্ছে।


তিনি বলেন, আমাদের চৌকস গ্র্যাজুয়েটরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক উন্নয়ন কর্মে নিজেদের নিয়োজিত রেখে ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করছে। সমুদ্রবিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পথিকৃত হিসেবে ৫০ বছরের গৌরবময় পথচলার পর আমাদের ইনস্টিটিউট শতবর্ষের স্বপ্নপথে এগিয়ে চলেছে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


এসময় তিনি সুবর্ণজয়ন্তীতে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানান। আগামী শনিবার অনুষ্ঠিতব্য এ আয়োজন দিনব্যাপী আলোচনাসভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে সাজানো হয়েছে। এছাড়া ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে থাকছে প্রদর্শনীর ব্যবস্থা।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com