চবিতে মার্কেটিং বিভাগের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
চবিতে মার্কেটিং বিভাগের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মার্কেটিং বিভাগের দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়।


এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত ও বাংলাদেশের ৭৫ জন গবেষক তাদের মৌলিক গবেষণাকর্ম উপস্থাপন করেন। তারা এই সম্মেলনের মূল থিম "Sustainable Business Transformation: Challenges and Opportunities for Marketing" এর উপর নির্ধারিত ১৫ টি ট্র্যাকে গবেষণাবৃন্দ তাদের গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ করেছেন।


ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি ভেন্যুতে বিভিন্ন বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। প্লেনারী সেশন অনুষদের মিলনায়তনে বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নছরুল কদির উপস্থিত ছিলেন।


কী-নোট স্পীকার হিসেবে এতে চারটি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের দশিশা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ সুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর অধ্যাপক আতাউর বেলাল, ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকোনমিকস্ এন্ড বিজনেস-এর হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম থুই ও সফল কর্পোরেট প্রতিনিধি র‍্যাংকন-এর সিইও তানভির শাহরিয়ার রিমন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন আয়োজক কমিটির কো-কনভেনর অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা।


বিভিন্ন বিজনেস সেশনে প্রথমদিনে ২৪টি ও দ্বিতীয় দিনে ২১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।


পরে চট্টগ্রাম নগরীর হোটেল ওয়েল পার্ক প্লেনারী ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার সম্মেলনের বিভিন্ন ট্র্যাকের সেরা প্রবন্ধ ও সম্মেলনের সেরা প্রবন্ধকে পুরস্কার তুলে দেন। চবি মার্কেটিং আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ এর মিডিয়া ও কম্যুনিকেশন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. ফুয়াদ হাসান।



বিবার্তা/মহসিন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com