
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আবেদন জমা দিতে বলা হয়েছে।
ড. এ. টি. এম. জিন্নাতুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার ইভেন্টগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে টেবিল টেনিস (সিঙ্গেল ও ডাবল), ক্যারাম (সিঙ্গেল ও ডাবল), ব্যাডমিন্টন, ভলিবল (দলীয়), এবং দাবা।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৯ জানুয়ারির মধ্যে হল অফিসে নির্ধারিত ইভেন্ট উল্লেখ করে নাম জমা দিতে বলা হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
এ প্রসঙ্গে হলের সহকারী প্রভোস্ট সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি হলের প্রত্যেক আবাসিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।
বিবার্তা/সোলাইমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]