
পৌষ্য কোটা বাতিল না করে বহালের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা কোটা আরও বৃদ্ধির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে এ আহ্বান জানান তারা।
মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষের যুগ্মসচিব শহিদুল ইসলাম বলেন, কোটায় পাস মার্ক ৩৫ থেকে ৪০ নম্বর করার কারণে প্রশাসনকে ধন্যবাদ জানাই। মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে তারা ভর্তি হয়। কিন্তু ফেসবুকে তাদের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে অনেকে।
তিনি আরও বলেন, প্রশাসনকে বেকায়দায় এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ছাত্রদের একটি অংশ গভীর ষড়যন্ত্র করছে। আজকের মানববন্ধনের নোটিশ আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিক হয়েছে। আমাদের মধ্যেও কেউ কেউ দাবির বিরুদ্ধে ঘাপটি মেরে বসে আছে।
কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্য খাইরুন নবী বলেন, পৌষ্য কোটা এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। কোটা বাতিল নয়, আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ কোটা বাতিল হলে অনেক শিক্ষার্থীর ভর্তি হতে পারবে না। ওয়ার্ড কোটা এটা সাধারণ শিক্ষার্থীদের সাংঘর্ষিক নয়।
এদিকে যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বলেন, আন্দোলনের পর একটি স্বস্তিদায়ক পরিবেশে এসে এমন পরিস্থিতির জন্য আমরা বিব্রতবোধ করছি। বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা থাকার পরেও ছাত্রভাইয়েরা পৌষ্য কোটা বা ওয়ার্ড কোটার বিরুদ্ধে অবস্থান নিয়ছেন। হয়তো তারা ভুল তথ্য পেয়েছেন।
তিনি আরও বলেন, এ কোটা সাধারণ তালিকার বাহিরে সম্পূর্ণ আলাদা। ফলে, সাধারণ তালিকায় যারা আসে তাদের কোন ক্ষতি হয় না। তাহলে শিক্ষার্থীরা কেন স্বতন্ত্র এ কোটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে?
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের শতাধিক সদস্যরা অংশ নিয়েছেন।
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]