
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা কারিম রাশির মৃত্যুর ঘটনায় দায়ী অটো রিকশাচালকের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে থেকে মশাল মিছিলটি বের করা হয়। এসময় মশাল মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মশাল মিছিল থেকে এসময় শিক্ষার্থীরা দ্রুত অটো রিক্সাচালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় ওই শিক্ষার্থী নিহত হয়। এতে ক্যাম্পাসে উত্তপ্ত হয় শিক্ষার্থীদের আন্দোলন।
এ ঘটনার দায়িত্ব অবহেলার কারণ জানিয়ে সামরিকভাবে বহিষ্কার করা হয় ডেপুটি রেজিস্ট্রারসহ চারজনকে।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]