
১৪ বছর পর উন্মুক্তভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। সর্বশেষ ২০১০ সালে সংগঠনটি উন্মুক্তভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল বলে জানান সংগঠনটির নেতারা।
২১ নভেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলার শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে নয় শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে এর আয়োজন করে সংগঠনটি।
বৃহস্পতিবার সংগঠনটির ইবি শাখার সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল্লাহ আল মোস্তাকিমের পিতা লোকমান হোসাইন।
সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
এছাড়া ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও বায়েটোকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর শাখার টিম সদস্য ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সোহাইল ও কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, জাতির সামগ্রিক উন্নতিতে অতীতে জাতীয় কোনো লিডারই কাজ করেনি। আমাদের বিভিন্নভাবে দাস-অনুদাস করে তোলা হয়েছে। আর যে সৎ ছিল তাকেই হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা ক্লিয়ার করা হয়েছে। চব্বিশের আন্দোলনে প্রায় ২ হাজার শহিদ ও হাজারো শিক্ষার্থী-জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এই সফলতার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়া। সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্রদের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই।
বিবার্তা/জায়িম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]