বশেমুরবিপ্রবি অর্থনীতি বিভাগের দ্বাদশ ব্যাচের নবীনবরণ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৭:৫৯
বশেমুরবিপ্রবি অর্থনীতি বিভাগের দ্বাদশ ব্যাচের নবীনবরণ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


২০ নভেম্বর, বুধবার সকাল ১১টায় নতুন একাডেমিক ভবনে অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আনিসুর রহমান, অর্থনীতি বিভাগের সভাপতি মুহাম্মদ রবি উল্লাহ, গাজী মোহাম্মাদ মাহাবুব, রাকিবুল হাসান, এস. এম. নাসির উদ্দিন, মো. সাদ্দাম হোসেনসহ নবীন শিক্ষার্থীরা।


অর্থনীতি বিভাগের সভাপতি মুহাম্মদ রবি উল্লাহ বলেন, ‘তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসার প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা- এর জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। লাইব্রেরিতে গিয়ে পড়ালেখা করতে হবে। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে বিভাগের শিক্ষকগণের সাথে প্রথমে কথা বলবে। সমস্যা সমাধান করার চেষ্টা করবো।’


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘তোমাদের পিতা-মাতা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন পড়ালেখা করার জন্য, তাদের পরিশ্রমের অর্থ দিয়ে ভর্তি করিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এসে অনেকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, ম্যানার শিখানোর নামে নবীনদের রুমের সামনে দাঁড়িয়ে রেখে সালাম দিতে বাধ্য করা। এ জাতীয় সমস্যার সম্মুখীন হলে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে।’


তিনি আরও বলেন, ‘যখন তোমরা নিজ এলাকায় যাবে, তখন যে সকল সহপাঠীদের সাথে পূর্বে লেখাপড়া করছো তাদের সাথে ভালো ব্যবহার করবে।’


অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখা, ক্যারিয়ার গঠন বিষয়ক নানা দিক-নির্দেশনা ও হিতোপদেশ দেন।


বিবার্তা/অহনা/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com