
বিদ্যালয়ের পাঠদান ব্যাহত করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের উস্কানি দিয়ে মানববন্ধন করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
সেখানে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্ত করা হবে না জানতে চেয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনি বিদ্যালয়ের সভাপতির অনুমতি ব্যতীত প্রাক্তন প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস রায় কে উকিল নোটিশ পাঠানো ও বিদ্যালয়ের পাঠদান ব্যাহত করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের উস্কানি দিয়ে মানববন্ধন এবং বিভিন্নভাবে বিদ্যালয় এর পরিবেশ অস্থিতিশীল করে তুলেছেন। বিদ্যালয় এর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আপনি কোন কার্যক্রম গ্রহণ করেন নি।সভাপতি আপনাকে বারবার সংবাদ দিলেও আপনি বিদ্যালয় এর পরিস্থিতি অবগত করার জন্য হাজির হননি। বরং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ অস্থিশীল করার জন্য চক্রান্ত করে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন প্রধান শিক্ষকের নামে উকিল নোটিশ পাঠানো হয়েছে। মানববন্ধন স্থানীয়রা করেছে,আমার কোন দায় নেই।তবে এ বিষয়ে আমি এখনো কারণ দর্শানোর নোটিশ পাইনি।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আলীম উদ্দিন বলেন, প্রাক্তন প্রধান শিক্ষকের দ্বায়িত্ব হস্তান্তর নিয়ে একটা ঝামেলা রয়েছে। আগের কমিটির সভাপতি কে বিষয়টি অবহিত করে সমন্বয়ের চেষ্টা করেছিলাম আমরা। তবে বারবার মো. সাইফুল ইসলাম অসহযোগী করে। ৫ আগস্টের পরে তিনি শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় কিছু লোকজন নিয়ে মানববন্ধন করে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও মানববন্ধনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এ সকল বিষয় জানতে একাধিক বার ডাকা হলেও সে হাজির হন না।
কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার পাল বলেন, আমাদের কিছু না জানিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে যায়।পরে আমি বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে বাচ্চাদের আনতে গিয়েছিলাম।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল হক বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা গিয়ে ছিল, এমন তথ্য আমার জানা নাই। আমি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. হাসিবুল হাসান বলেন, কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে একাধিক অভিযোগে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তাকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]