
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সকল ফি অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সোনালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা।
সোমবার (১৮ নভেম্বর) ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবে। এ লিংক https://billpay.sonalibank.com.bd/cufee ব্যবহার করে আজ হতে চবি শিক্ষার্থীরা যাবতীয় ফি জমা দিতে পারবেন।
শিক্ষার্থীদের অনলাইন ফি পেমেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোস্তফা নাজমুল কাউসার অনলাইন পেমেন্টের বিস্তারিত তুলে ধরেন। এতে হাটহাজারী শাখার ম্যানেজার (এসপিও) জনাব যাদব চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে আজ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণ।
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]