
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ার আশ্বাস ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আশা ব্যক্ত করেন তিনি।
সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
চবি উপাচার্য বলেন, ৫৯ বছরেও আমরা একটি আবাসিক বিশ্ববিদ্যালয় করতে পারিনি। আধুনিক লাইব্রেরি করতে পারিনি। মেডিকেল সেন্টারে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারিনি। শিক্ষকরা এখনো শিক্ষার্থীবান্ধব হতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং চাচ্ছি আমরা, কিন্তু গবেষণা সেক্টরে পিছিয়ে আছি সবাই। আমরা এসকল সমস্যার সমাধান করে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।
তিনি বলেন, সেশন জট সমস্যা দূর করতে কাজ করছি। আশা করছি এটা থাকবে না। আমরা খুব দ্রুত চাকসু নির্বাচনের ব্যবস্থা করব। শিক্ষার্থীদের কল্যাণেই হবে আমাদের যাবতীয় কাজ।
তিনি আরো বলেন, ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াতের জন্য অচিরেই ইলেক্ট্রনিক বাইক এবং জো-বাইকের ব্যবস্থা করা হবে। লাইব্রেরিতে ভেন্ডিং মেশিন স্থাপন করব, যার মাধ্যমে শিক্ষার্থীরা নাস্তা ও পানীয় পান করতে পারবে এবং হলগুলোতে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করব শীঘ্রই।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা চাই সকলের সমন্বয়ে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য। তিনি প্রধান উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের জন্য রেললাইনের পাশাপাশি আলাদা সড়ক ব্যবস্থার প্রস্তাব রাখেন এবং বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি আবাসিক ব্যবস্থার অধীনে নিয়ে আসার দাবি তোলেন।
অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রভোস্টবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য। এরপর জিরো পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনার, লাইব্রেরি জারুলতলা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় কেক কাটা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় সকাল ১১টায় আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব শুরু হয়।
বিবার্তা/মহসিন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]