কুবিতে নবীনদের বরণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:০৩
কুবিতে নবীনদের বরণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০ নভেম্বর আয়োজিত হবে নবীন বরণ।


সোমবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক, নির্দেশনা দপ্তরের পরিচালক ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব।


তিনি জানান, ‘আমরা খুবই আনন্দিত যে, তারা আমাদের পরিবারের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখে এক বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করি এই আয়োজন নতুনদের জীবনের শুরুতেই আরও বেশি উৎসাহ এবং প্রেরণা জোগাবে।’


ওইদিন সকাল ৯টায় নবীন শিক্ষার্থীদের টি-শার্ট প্রদানপূর্বক সাড়ে ৯টায় র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালি শেষে ৯টা ৪৫ মিনিটে কেক কাটা এবং ফটোসেশন সম্পন্ন হবে। ১০টায় অতিথিরা আসন গ্রহণ করবেন। ১০টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীত, এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে অতিথি ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।


নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির আহ্বায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহবুব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।


বিবার্তা/প্রসেনজিত/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com