
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) আয়োজিত "মাস্টারিং থিসিস রাইটিং" শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব হাসান। তিনি থিসিস রচনার বিষয় নির্বাচন, গবেষণাপত্র পর্যালোচনা, রিসার্চ ও থিসিস রচনার প্রক্রিয়া, রেফারেন্সিং এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন সিইউআরএইচএসের সভাপতি কাবেরী দাশ, সহ-সভাপতি সানজিদা সিদ্দিকা হক প্রিমা, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রাকিবসহ সংগঠনের নির্বাহী ও সাধারণ সদস্যরা।
সংগঠনের সভাপতি কাবেরী দাশ বলেন, "গবেষণার মানোন্নয়ন ও থিসিস রচনায় দক্ষতা অর্জন নিশ্চিত করার জন্য আমরা এই কর্মশালার আয়োজন করেছি। আশা করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জনে সহায়ক হবে।"
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে থিসিস লেখার কৌশল, তথ্য বিশ্লেষণ, গবেষণার পরিকল্পনা এবং গবেষণার প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা অর্জন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, সিইউআরএইচএস ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই গবেষণা ও উচ্চশিক্ষামূলক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করে চবি'সহ দেশের শিক্ষাঙ্গনে গবেষণা কার্যক্রম প্রসারে কাজ করছে সংগঠনটি।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]