
৪৯৭টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকুরি জাতীয়করণের (পদ সৃজন) প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে মানববন্ধন করেছে নড়াইল জেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল নকল নবিশরা।
বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১২টার দিকে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শাহিদুল ইসলাম বলেন, আমরা যে কাজ করি সেটি সরকারি, যে বলমে লিখি সেটি ও সরকারি। তবে আমরা বেসরকারি কেন?। বাংলাদেশের যে ভূখণ্ড সেটি আমরা রেকর্ড সংরক্ষণ করি। কিন্তু আমরা অবলেহিত। গত ২০অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থা ধর্মঘট পালন করি। ৪৬দিন টানা অবস্থানের পরে৪৭ দিনে সরকার আমাদের দাবি দাবা মেনে নেয়। পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্ট ৫ হাজার ৯০৬ জনের সুপারিশ দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন অনুমোদনের জন্য। আইন মন্ত্রণালয় সেটি অনুমোদন করে পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমরা চাচ্ছি জন প্রশাসন মন্ত্রণালয় থেকে অতিদ্রুত অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হক।
সংগঠনের সাধারণ সম্পাদক,নাসরিন সুলতানা বলেন, ৪৯৭টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরি জাতীয়করণের (পদ সৃজন) প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে আজকের এ মানববন্ধন। মানববন্ধন শেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করব।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]