
প্রকৃতির সাথে সম্পৃক্ত এবং টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ (মোংলা) কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বনবিভাগের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপাই রেঞ্চের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাস। আন্তর্জাতিক জীববৈচিত্র দিবসে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাই স্টেশন অফিসার মিল্টন রায়। বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভিটিআরটির সদস্যরা এবং জয়মনি ডলফিন কনজারভেশন টিমের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। সুন্দরবনে ২৭৫ প্রজাতির প্রাণী রয়েছে। ১৭৮ প্রজাতির উদ্ভিদ রয়েছে ১৮৪ প্রজাতির মাছ রয়েছে এই উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্রকেই মুলত জীববৈচিত্র বলা হয়ে থাকে। মানুষের আচার-আচরণে পৃথিবী থেকে নানা প্রজাতির প্রচুর উদ্ভিদ ও প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলা কে রক্ষা করুন। বর্তমানে যা আছে তা সংরক্ষণ উদ্ভিদ-প্রাণীকূলের পুনরুদ্ধার করাই এ দিবসের মূল তাৎপর্য বলে বক্তবে তুলে ধরেন বক্তারা।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]