
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শহীদ আব্দুর রব হল ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার করেন।
৩০ সেপ্টেম্বর, সোমবার ৩ঘন্টার এ অভিযানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টরিয়াল বডি।
অভিযানে বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রামদা ১৭টি, লাঠি, স্ট্যাম্প, রড, লোহার পাইপ ইত্যাদি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, "আমরা অভিযান চালিয়ে রামদা, পাইপ, রডসহ কিছু দেশীয় অস্ত্র পেয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে, আমরা একে একে বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযান চালাবো।"
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]