
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডির হাতে আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী। আটককৃত ঐ ব্যবসায়ীর নাম দিল মুহাম্মদ।
২৯ সেপ্টেম্বর, রবিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পিছন থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগকৃত নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসের সুষ্ঠু তদারকি করে যাচ্ছে। পাশাপাশি নিয়মিত ক্যাম্পাস পরিদর্শন করে আসছে প্রক্টরিয়াল বডি। সে অনুযায়ী খবর পেয়ে ক্যাম্পাসের কলা ঝুপড়ি এলাকায় গিয়ে মাদকদ্রব্য বেচাকেনার সময় দিল মুহাম্মদকে আটক করে প্রক্টরিয়াল বডি। এসময় উপস্থিত ছিলেন চবির সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিয়মিত পরিদর্শন করে আসছি। সেই সুবাদে আজ সন্ধ্যায় খবর পেয়ে কলা ঝুপড়ি যাই। সেখানে যাওয়ার খবর পেয়ে আগেই কয়েকজন পালিয়ে যায়। শুধু দিল মুহাম্মদ নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছি।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]