
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ২৯ সেপ্টেম্বর, রবিবার বেলা ১২টায় ভিসির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় ড. নসরুল্লাহ বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমি সর্বদা চেষ্টা করব। দুর্নীতিবাজ ও সুযোগ সন্ধানী কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। দলীয় ও ফ্যাসিজম নীতি চর্চার আর সুযোগ নেই। সৎ উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না।
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টির জায়গা। গবেষণার পরিসরকে বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার আদর্শ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করাই আমরা মূল লক্ষ্য।
মতবিনিময়কালে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও সার্বিক উন্নয়নের জন্য করণীয় বিষয়াদি সম্পর্কেও আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও দপ্তর সম্পাদক ইমরান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকগণ।
বিবার্তা/জায়িম/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]