
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন বরাদ্দের আবেদনে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্ট (রক্তে মাদকের উপস্থিতির) পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে বরাদ্দ বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আসন বরাদ্দের জন্য অনলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া চলবে রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে আগামী বুধবার (২ অক্টোবর) বিকাল ৩:৩০ মিনিট পর্যন্ত। আবেদনের সময় ১০০ টাকা বিকাশ পেমেন্ট করতে হবে।
আবেদন ফর্মে গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি উল্লেখ করে বলা হয়, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ছাত্রদের হলসমূহে পূর্বে বরাদ্দপ্রাপ্তদেরও আবেদন করতে হবে। ছাত্রীদের হলসমূহে পূর্বে বরাদ্দপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। আসন বরাদ্দ হয়নি, কিন্তু বরাদ্দ প্রাপ্তির উদ্দেশ্যে পূর্বে করা যে কোন আবেদন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পূর্বে পরিশোধ করা আবেদন ফি ফেরত দেয়া হবে।
অনলাইন আবেদনটি খসড়া (ড্রাফট) হিসাবে সংরক্ষণ করা যাবে এবং আবেদনের সময় শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তন (এডিট) করা যাবে। খসড়া হিসাবে সংরক্ষণের জন্য সেইভ এস ড্রাফট বাটনে ক্লিক করলে একটি লিঙ্ক তৈরি হবে। পরবর্তীতে সে লিংকটি ক্লিক করে ফর্মটি এডিট করা যাবে। সব তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে নিশ্চিত হলে ফর্মটি অবশ্যই সাবমিট করবেন।
সাবমিট না করায় খসড়া হিসাবে থেকে যাওয়া ফর্ম আবেদন হিসাবে গণ্য হবে না। খসড়া ফর্মের লিংকটি ইমেইলের মাধ্যমেও পেতে চাইলে সঠিকভাবে আপনার ই-মেইল অ্যাড্রেস লিখুন। ইচ্ছা বা অনিচ্ছাকৃত যে কোন ভুল তথ্যের জন্য আবেদনটি বাতিল হতে পারে।
সিট বরাদ্দের সময় সব তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে।
বিভিন্ন বর্ষের আবেদনকারীদের মধ্যে মেধার ভিত্তিতে আসন বণ্টন করা হবে। প্রত্যেক আবেদনকারীকে এসএসসি/সমমান, এইচএসসি/সমমানের পরীক্ষার জিপিএ সহ ইতিমধ্যে প্রাপ্ত বিভিন্ন বর্ষ/সেমিস্টারের জিপিএ /সিজিপিএ ইত্যাদি উল্লেখ করতে হবে।
আসন বরাদ্দপ্রাপ্ত ছাত্রদের বাধ্যতামূলকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রক্তে মাদকের উপস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করা হবে। আবাসিক হলসমূহের আসন বরাদ্দ প্রাপ্তির আবেদনের লিংক: https://apply.cu.ac.bd/hallapply/
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]