
নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালন করেছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগ।
দিবসটি উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর, শনিবার বেলা ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে র্যালি বের করে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।
এসময় র্যালিতে বিভিন্ন সংস্কৃতির পোশাক পরিধানের মাধ্যমে নানা সংস্কৃতিকে তুলে ধরেন শিক্ষার্থীরা।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, একই বিভোগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া ও প্রভাষক ইয়ামিন মাসুম।
এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র্যালিতে অংশ নেন।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]