ভারতে মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪
ভারতে মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।


২৭ সেপ্টেম্বর, শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা একই স্থানে সমাবেশে মিলিত হন।


এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খাঁন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।


এসময় ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম- জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্ব নবীর অপমান- রুখে দিবে মুসলমান’, বিশ্বের মুসলিম এক হও-লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান- সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা- বিশ্বনবী মোস্তফা (সা:)’, ‘সবাই মিলাই হাতে হাত- মোরা রাসূলের উম্মাত’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।


সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।


শিক্ষার্থীরা আরো বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)-কে অপমান করা মানে মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না। এসময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।


বিবার্তা/জায়িম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com