
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মনির হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনির বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২৫ সেপ্টেম্বর, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।
বিভাগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মনির কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বেলাল হোসেনের ছেলে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে তিনি লোকাল বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে কুষ্টিয়ার চৌড়হাস থেকে সিএনজিতে বাড়ির পথে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মাথায় মারাত্মকভাবে জখম হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়েছি। কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আরবি ভাষা ও সাহিত্য পরিবার শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]