শিক্ষা ক্যাডারের ৯২২ জনকে অধ্যাপক পদে পদোন্নতি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০
শিক্ষা ক্যাডারের ৯২২ জনকে অধ্যাপক পদে পদোন্নতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা ক্যাডারের ৯২২ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।


২৩ সেপ্টেম্বর, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।


প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে পদায়িত (ইনসিটু) বলে গণ্য হবেন এবং তাঁরা সেখান থেকেই বেতন-ভাতা গ্রহণ করবেন। আর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষা ছুটি বা লিয়েনে থাকলে তাঁরা ছুটি শেষে যোগদান শেষে পদোন্নতির আদেশ জারি করা হবে।


পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩ জন, ইসলামী শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষি বিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, নার্সারির ১ জন, গণিতের ৫২ জন, দর্শনের ৯৯ জন, পদার্থবিদ্যার ৫১ জন, পালির ১ জন, পরিসংখ্যানের ২ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোলের ১৩ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯ জন, সমাজকল্যাণের ১১ জন, সমাজবিজ্ঞানের ৫ জন, সংস্কৃতের ৮ জন ও হিসাবজ্ঞিানের ৬২ জন।


এছাড়া টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামী আদর্শ) ৪ জন, টিটিসি (ইংরেজি) ৩ জন, টিটিসি (ইতিহাস) ২ জন, টিটিসি (গাইডেন্স, কাউন্সেলিং) ৩ জন, টিটিসি (গণিত) ৫ জন, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) ২ জন, টিটিসি (প্রফেশনাল ইথিকস) ২ জন, টিটিসি (ভূগোল) ৩ জন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) ১ জন, টিটিসি (বিজ্ঞান) ১ জন, টিটিসি (শিক্ষা) ৪ জন রয়েছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com