
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্য পদে ২জন ও সহকারী প্রক্টর পদে ৫জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য পদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খান (একাডেমিক) এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিনকে (প্রশাসন) নিয়োগ দেওয়া হয়েছে।
১৮ সেপ্টেম্বর, সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমাদ।
প্রজ্ঞাপনে বলা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানকে চবির প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক একটি বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো: বজলুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী এবং ইতিহাস বিভাগের প্রভাষক মো: নুরুল হামিদ।
বিবার্তা/মহসিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]