কুবিতে যোগদান করলেন উপাচার্য ড. হায়দার আলী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭
কুবিতে যোগদান করলেন উপাচার্য ড. হায়দার আলী
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যোগদান করেছেন অষ্টম উপাচার্য হিসেবে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও যোগদান করেছেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সকাল ৯টার দিকে তারা যোগদানের এই আনুষ্ঠানিকতা শেষ করেন।


সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।


নোটিশে বলা হয়, নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ যোগদান পরবর্তী শিক্ষক, শিক্ষার্থী-ছাত্র সমন্বয়ক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের সঙ্গে সকাল ১০টায়, কর্মকর্তাদের সঙ্গে ১১টায়, কর্মচারীদের সঙ্গে সাড়ে ১১টায়, শিক্ষার্থী ও ছাত্র-সমন্বয়কদের সঙ্গে ১২টায় এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে সাড়ে ১২টায়। এজন্য সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় 'সম্মেলন কক্ষে' উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।


এনিয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী কোন মন্তব্য করতে রাজি হননি। বিস্তারিত পরে মতবিনিময় সভায় জানানোর কথা বলেছেন।


এর আগে, গতকাল রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে , কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামালক উপ-উপাচার্য পদে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ধারা ১২ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।


বিবার্তা/প্রসেনজিত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com