কুবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৫
কুবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।


২২ সেপ্টেম্বর, রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. শাহিনুর ইসলাম।


প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে , কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. হায়দার আলীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মাসুদা কামাল, লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো উপ-উপাচার্য পদে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ধারা ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হলো।


প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়,এ নিয়োগ নিয়োগকৃত পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে। প্রত্যেকে চার বছর এ দায়িত্ব পালন করবেন। উপর্যুক্ত পদের প্রত্যেকে অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তারা বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং অন্যরাও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগসমূহ বাতিল করতে পারবেন।


বিবার্তা/প্রসেনজিত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com