চবির বিভিন্ন অনুষদে নতুন ডিন নিয়োগ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯
চবির বিভিন্ন অনুষদে নতুন ডিন নিয়োগ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯টি অনুষদের পূর্বের ডিনদের অব্যাহতি দিয়ে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। পূর্ববর্তী ডিনদের মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়।


২২ সেপ্টেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়।


ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগকৃতরা অনুষদগুলোর ডিনের দায়িত্ব পালন করবেন।


নতুন নিয়োগ অনুযায়ী চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যাবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো: শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।


বিবার্তা/মহসিন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com