ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩
ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


২০ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকে।


এরপর দুপুর ৩টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।


মিছিলে তাদের ‘ডান বামের রাজনীতি, চাই না কারো উপস্থিতি’; ‘রাজনীতির কালো হাত, এই জাবি তে নিপাত যাক’; ‘সব জাবিয়ান ভাই ভাই, রাজনীতির ঠাঁই নাই’; ‘রাজনীতির অংশীদার, এই মুহূর্তে জাবি ছাড়’; ‘এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’ স্লোগান দিতে দেখা যায়।


এসময় তারা উপাচার্যের কাছে তিনটি দাবি পেশ করেন এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আল্টিমেটাম দেন।


দাবিগুলো হলো- সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাবি ছাত্র সংসদ জাকসু নির্বাচন দিতে হবে। ১৪ থেকে ১৭ জুলাই ক্যাম্পাসে হামলাকারী ও মদদ দাতা সকলকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত করতে হবে।


এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী নাইমুর ইসলাম বলেন, ক্যাম্পাসের প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী রাজনীতি চায় না। আমরা ফ্যাসিস্ট আমলের ছাত্র সংগঠনের মতো কোন সংগঠনকে আর ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করতে দেব না। আমরা উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে ক্যাম্পাস থেকে সকল প্রকার ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।


বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘আমাদের একটাই দাবি আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনীতি চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করে সুষ্ঠু ছাত্ররাজনীতি চালু রাখতে হবে।’


এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘হঠাৎ করে আন্দোলনের মুখে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা মব জাস্টিসের মতোই এবং বিরাজনীতিকরণেরই নামান্তর। তাই অংশী-জন সবার মতামতের ভিত্তিতে এটা নিষিদ্ধ করতে হবে। এ জন্য প্রশাসনকে পর্যাপ্ত সময় দিতে হবে।’


বিবার্তা/আয়েশা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com