পূর্বানুমতি ছাড়া কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাবি উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৮ সেপ্টেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বানুমতি ছাড়াই আমন্ত্রণপত্র বা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অতিথি হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সংগঠন বা অনুষ্ঠান আয়োজকদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/প্রক্টরের অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]